Uses Prepositions Toward, Under, Until, Up, Upon, With এর ব্যবহার

Uses Prepositions Toward, Under, Until, Up, Upon, With, Without, Like, As, Inside, Out, Outside, Past এর ব্যবহার

Uses Preposition Toward(s) (Toward এর ব্যবহার)

(i) অভিমুখে, দিকে, পানে বোঝাতে
  • Good books always guide us toward the right path in life.
  • She had her back towards me.
(ii) কোন কিছু অর্জনের উদ্দেশ্যে মতৈক্য বোঝাতে
  • This is a first step towards Political Union.
(iii) সম্পর্কে বা ব্যাপারে বোঝাতে
  • His attitude towards the government policy is positive.
  • He was warm and tender towards her.
(iv) সময়ের ক্ষেত্রে কাছাকাছি বোঝাতে
  • He will come towards the end of the year/March.
(v) কোনোকিছু অর্জন বা তা অর্জনের জন্য কাউকে সহায়তা করা বোঝাতে
  • The money will go towards a new school building.

Uses Preposition Under (Under এর ব্যবহার)

(i) কোন কিছুর নীচে বোঝাতে
  • The book is under the table.
(ii) পদমর্যাদায় নিচে বোঝাতে
  • Shahjalal was arrested for driving under the influence of alcohol.
  • Shirin believes that she is under the influence of a magic spell played by Shahjalal.
  • I have to work under the DGM of the company.
(iii) নির্দিষ্ট বয়সীমার নিচে বোঝাতে
  • This book is not meant for those under eighteen.
(iv) কোন অবস্থার অধীন বোঝাতে
  • The road is under construction.
  • Your case is under consideration.
(v) কোন কিছু অনুযায়ী বোঝাতে (according to অর্থে)
  • Under the rules, you can’t get bonus.

Uses Preposition Until (Until এর ব্যবহার)

(i) সাধারণত যে পর্যন্ত না অর্থে
  • He continued working up until his death.
  • You can stay on the bus until it reaches London.

Uses Preposition Up (Up এর ব্যবহার)

(i) উচ্চতর অবস্থানে উপনীত হওয়া অর্থে
  • She climbed up the flight of steps.
  • The village is further up the valley.
(ii) সড়ক বরাবর বোঝাতে
  • We live just up the road, past the post office.
  • They live up this street.

Uses Preposition Upon (Upon এর ব্যবহার)

(i) কোন ব্যক্তি বা বস্তুর উপর নির্ভর করা অর্থে
  • She depends upon you.
  • The decision was based upon two considerations.
(ii) ব্যাপক পরিমাণ কোন কিছুর বিস্তৃতি বোঝাতে।
  • Mile upon mile there were no trees.
(iii) অনেক ক্ষেত্রে প্রচলিত ও বহুল ব্যবহৃত Appropriate Preposition হিসেবে
  • No one should look down upon the man.

Uses Preposition with (with এর ব্যবহার)

(i) সহচর (companion) অর্থে, যার সংগে পারষ্পরিক সম্পর্ক বিদ্যমান
  • She lives with her parents.
  • They share with us information
(ii) কোন গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্যের সহযোগ বোঝাতে
  • He looked at her with a heavy expression.
  • They are both in bed with influenza.
(iii) কোন কার্য সাধনের নিমিত্তে কোন যন্ত্র বা উপকরণ ব্যবহার করা অর্থে
  • Cut it with a knife.
  • It is treated with acid before being analyzed.
(iv) কোন কিছুকে পরিপূর্ণ করে কিংবা আবৃত করে বোঝাতে
  • The bag was stuffed with dirty clothes.
  • Sprinkle the dish with salt.
(v) ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে বোঝাতে
  • India is at war with a neighbouring country.
  • I argued with my boss.
(vi) বিষয় বা সম্বন্ধে বোঝাতে
  • Be careful with the glasses.
  • Are you pleased with the result?
  • Don’t be angry with her.
(vii) একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের বিবেচনা করতে
  • She won’t be able to help us with all the family commitments she has.
  • It is much easier compared with last time.
(viii) সহযোগে বোঝাতে
  • She took the meal with wine.
(ix) আচরণ বা প্রক্রিয়া বোঝাতে
  • He behaves well with all.
  • She sleeps with the window open.
(x) কারণে কিংবা ফলশ্রুতিতে নির্দেশ করতে
  • She blushed with embarrassment.
  • His fingers were numb with cold.
(xi) কোন প্রতিষ্ঠানের সদস্য বা চাকুরে বোঝাতে
  • She acted with a touring company for three I bank with the HSBC.
(xii) ব্যক্তি বা বস্তু থেকে বিচ্ছেদ বোঝাতে
  • I could never part with this ring.
  • Can we dispense with the formalities?
(xiii) সত্ত্বেও বোঝাতে
  • With all her faults I still love her years.
  • With all his mistakes, he has been accepted.
(xiv) কোন কিছু তৈরির উপাদান বোঝাতে
  • We make a house with brick.
  • We can make cakes with eggs.
(xv) সহায়ক বোঝাতে
  • We are with you in your struggle.
(xvi) After অর্থে
  • The meeting came to a close with a vote of thanks.
  • With these words, I declare the function open.

Uses Preposition within (within এর ব্যবহার)

(i) নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে
  • You should receive a reply within seven days.
  • Two elections were held within the space of time.
(ii) কোন কিছু থেকে বিশেষ দূরত্বে অবস্থিত নয় বোঝাতে
  • This is the house within a mile of the station.
  • Is it within walking distance?
(iii) কোন কিছু সীমার মধ্যে বোঝাতে
  • That question is not within the scope of this talk.
  • We are now within range of enemy fire.

Uses Preposition Without (Without এর ব্যবহার)

(i) কোন কিছু অর্জন করা ছাড়া বা ব্যতীত অর্থে
  • They had passed two days without food.
  • He found the place without difficulty.
(ii) কারো সঙ্গে নেই বোঝাতে
  • Don’t go without me.
  • You can not survive without her.
(iii) কোন কিছু ব্যবহার বা গ্রহণ না করা অর্থে
  • Can you see without your glasses?
  • Don’t go out without your coat.
(iv) নির্ধারিত কর্ম সম্পাদন না করা অর্থে
  • He left without saying goodbye.
  • You can’t make an omelet without breaking eggs.

Uses Preposition Like (Like এর ব্যবহার)

‘কোন কিছুর মত’ অর্থ প্রকাশ করতে
  • She looks nothing like her mother.

Uses Preposition As (As এর ব্যবহার)

কোন ব্যক্তি, বস্তু, বিষয় বা ধারণার ‘মতো বা সদৃশ’ এমন অভিব্যক্তি প্রকাশ করার পাশাপাশি দাপ্তরিক পদ-পদবি উল্লেখ করতে হিসেবে’ বোঝাতে
  • Mr. Reza works as a clerk in a local school.

Uses Preposition Inside (Inside এর ব্যবহার)

কোন স্থান বা পরিসরে ভিতরের দিকে বোঝাতে
  • Luna opened her closet and looked inside it.
  • He didn’t go inside the house.

Uses Preposition Out (Out এর ব্যবহার)

(i) ‘বাইরে’ অর্থে ‘in’ এর বিপরীত অবস্থা বা অবস্থান প্রকাশ করতে
  • Luna decided to go out to look for her cat.
(ii) ‘মধ্যে’ বা ‘থেকে বুঝাতে out of রূপে
  • Reza scored 3.8 out of 4.0.
  • People make cloth out of camel hair.

Uses Preposition Outside (Outside এর ব্যবহার)

কোন স্থান বা পরিসরের বাইরের দিকে বোঝাতে ‘inside’ এর বিপরীত অর্থ প্রকাশ করতে
  • The old grey-bearded sailor sat on a stone outside the church.
  • He has no occupation outside his office work.

Uses Preposition Past (Past এর ব্যবহার)

বয়স, সময়, অবস্থান, সীমা আয়ত্ত ইত্যাদি পেরিয়ে যাওয়া, অতিক্রম করে যাওয়া, বাইরে চলে যাওয়া, ছড়িয়ে যাওয়া প্রভৃতি অভিব্যক্তি বোঝাতে
  • The sailor watched the people walking past him.
  • It is half past ten now.
  • The woman is now past childbearing.