Uses Prepositions Over, Through, Till And To এর ব্যবহার

Uses Prepositions Over, Through, Till, and To এর ব্যবহার. This article will explain how to use Over, Through, and To prepositions. Write their rules and examples.

Uses Prepositions Over (Over এর ব্যবহার)

(i) কোন ব্যক্তি বা বস্তুর উপরিভাগ বোঝাতে
  • She put a blanket over the sleeping child.
  • He wore an overcoat over his shirt.
  • She put her hand over her mouth to stop herself from screaming.
(ii) কোন ব্যক্তি বা বস্তুকে স্পর্শ করে না এমন উচ্চতর অবস্থানে বোঝাতে
  • They held a large umbrella over her.
  • There was a lamp hanging over the table.
(iii) কোন কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বোঝাতে
  • There is a bridge over the river.
  • They ran over the grass.
  • They had a wonderful view over the park.
(iv) কোন কিছুর অপর পার্শ্ব বোঝাতে
  • He lives over the road.
  • They reside over the canal.
(v) কোন স্থান থেকে পতিত হওয়া বোঝাতে
  • The car had topped over the cliff.
  • He didn’t dare to look over the edge.
(vi) কোন কিছুর সব কিংবা অধিকাংশ বোঝাতে
  • Snow is falling all over the country.
  • They have traveled all over the world.
(Vii) নির্দিষ্ট সময়, পরিমাণ, খরচ ইত্যাদির চেয়ে বেশি বোঝাতে
  • She stayed in Lagos for over a month.
  • He is over sixty.
(viii) কারো কর্তৃত্ব আছে বোঝাতে
  • She has only the domination over her.
  • He ruled over a great Empire.
(ix) কোন কিছুর কালে বা সময়ে বোঝাতে
  • We are over the worst of the recession.
  • It took her ages to get over her illness.
(x) কোন কিছু সম্পর্কে অভিমত প্রকাশ করতে
  • This is the argument over money.
  • There is no disagreement over the best way to proceed.
(xi) কোন কিছুর মাধমে বোঝাতে
  • We heard it over the radio.
  • She wouldn’t tell me over the phone.

Uses Prepositions Through (Through এর ব্যবহার)

(i) Through দ্বারা এমন কিছু নির্দেশ করা হয় যা কোন বস্তুর বাহির হতে শুরু হয়, বস্তুতে প্রবেশ করে এবং বস্তু ত্যাগ করে
  • We traveled through Gazipur on the way to Dhaka.
  • They walked home through the park.

Uses Prepositions Till (Till এর ব্যবহার)

(i) সাধারণত পর্যন্ত অর্থে
  • We are open till 6 o’clock.
  • They do the work till evening.

Uses Prepositions To (To এর ব্যবহার)

(i) সাধারণভাবে দিক নির্দেশ করতে
  • He went to Dhaka.
  • They have gone to Chattogram.
(ii) নির্দিষ্ট অবস্থায় পৌঁছানো অর্থে
  • The vegetables were cooked to perfection.
  • He tore the letter to pieces.
  • His expression changed from amazement to joy.
(iii) কোন সীমা বা সমাপ্তি কিংবা কালের ব্যাপ্তি বোঝাতে
  • I would say he was 25 to 30 years old.
  • I like all kinds of music from opera to reggae.
  • We only work from Monday to Friday.
  • I watched the program from the beginning to the end.
(iv) কোন ব্যক্তি বা বস্তু কোন কিছু গ্রহণ করে বোঝাতে
  • He gave it to his sister.
  • Our teachers cannot make the lessons interesting to the students.
  • I am deeply grateful to my parents.
  • Who did she address the letter to?
(v) দুটি বস্তু পরস্পর সংযুক্ত বোঝাতে
  • Attach this rope to the front of the car.
  • Connect this to that.
(vi) একজন ব্যক্তি বা বস্তুর সাথে অন্য ব্যক্তি বা বস্তুর সম্পর্ক নির্দেশ করতে
  • She was married to an Italian.
  • This is the key to the door.
  • That is the solution to this problem.
(vii) নির্দেশিত অভিমুখ কিংবা সম্বন্ধ বোঝাতে
  • We have many duties to our parents.
  • It was a threat to world peace.
  • Good books always guide us to the right path in life.
(viii) কোন তুলনা বা অনুপাতের দ্বিতীয় অংশের সূচনা করতে
  • I prefer walking to climbing.
  • We won by six goals to three.
  • The industry today is nothing to what it once was.
(xi) পরিমাপ কিংবা হার বোঝাতে
  • There are 2.54 centimetres to an inch.
  • This car does 30 miles to the gallon.
(x) কোন ব্যক্তি কিংবা বস্তুর সম্মানার্থে
  • This is the monument to the soldiers who died in the war.
  • Let’s drink to Julia and her new job.
(xi) কারও কোন কিছুর প্রতি ঝোঁক কিংবা প্রতিক্রিয়া বোঝাতে
  • His music isn’t really to my taste.
  • To her astonishment, he smiled.
(xii) উদ্দেশ্য কিংবা অভিপ্রায় বোঝাতে
  • I set out to buy food.
  • A good boy attends to his studies.
  • She was determined to do well.
  • He aimed to become President.
(xiii) কোন কিছুর ফলাফল নির্দেশ করতে
  • She managed to escape.
  • It was too hot to go out.
  • He couldn’t get close enough to see.