Uses Prepositions Into, Of, Off, On এর ব্যবহার

Uses Prepositions Into, Of, Off, On এর ব্যবহার. This article will explain how to use Into, Of, Off, and On prepositions. Write their rules and examples.

Uses Preposition “Into” (Into এর ব্যবহার)

(i) কোনকিছুর বাহির হতে ভিতরে প্রবেশের গতি বোঝাতে
  • The dead albatross fell from his neck into the sea.
  • Drugs are smuggled into our country freely.
  • The candidate waved and shook hands as he walked into the room.
(ii) গঠনের (form) পরিবর্তন বোঝাতে
  • Water turns into vapours at 100°C.
  • Translate the passage into English.
(iii) অবস্থার (state/বিশেষ করে মানসিক অবস্থার) পরিবর্তন বোঝাতে
  • He burst into tears. (কান্নায় ভেংগে পড়লো)/She flew into rage.
  • The old man fell into a deep sleep.

Uses Preposition “Of” (Of এর ব্যবহার)

(i) সম্বন্ধ বা মালিকানা বোঝাতে
  • All the furniture of this family will be sold very soon.
  • Is he a cousin of yours?
(ii) গুণগত স্বত্ত্ব বোঝাতে
  • The habit of reading is one of the best qualities of the person.
  • A craftwork is an applied form of art.
  • He is a man of letters.
  • This work is of the highest caliber.
(iii) কোন কিছুর অংশ (part) বোঝাতে
  • The key of this lock is missing.
  • The nib of this pen is broken.
(iv), কোন সামগ্রিক জিনিসের অংশ বিশেষত কোন প্রতিষ্ঠান বা সংস্থার সদস্য বোঝাতে তবে এক্ষেত্রে ঐ সংস্থায় তার পদবী উল্লেখ থাকে
  • Roni is a member of the language club.
  • Karim is a teacher of this school.
(v) উৎস বা উৎপত্তিস্থল বোঝাতে
  • The poem of Nazrul is very instigating.
  • Our syllabus is not designed to consider the needs of our students.
(vi) কারণ (cause) বোঝাতে
  • They died of cholera.
  • She is proud of her noble birth.
(vii) কোন বিষয় সম্পর্কে বোঝাতে (about অর্থে)
  • Speaking ill of others is very bad.
  • He is a teacher of English.
  • The result of our annual examination has not been published yet.
(viii) পরিমাপের এককের সাথে পরিমেয় বস্তুর উল্লেখ করতে
  • We need five kilos of rice.
  • Please give me a sheet of paper.
(ix) দূরত্ব কিংবা দিকের সাথে নির্ধারিত ব্যক্তি বা বস্তুর উল্লেখ করতে
  • My office is within two km. of my house.
  • The Bay of Bengal is to the south of Bangladesh.
(x) সময় বোঝাতে বা সময়বাচক শব্দের সাথে
  • She gave birth to her first child within a year of her marriage.
  • I got admitted into the school on the first of January.
(xi) বয়স (age) নির্দেশ করতে
  • Jerry was a boy of 4.
(xii) উপকরণ বোঝাতে, তবে এক্ষেত্রে উপকরণটির কোন রূপ পরিবর্তন হয় না
  • This is a house of stone.
  • This window is made of glass. (কিন্তু Glass is made from sand)
(xiii) বস্তু বা ব্যক্তির সংগ্রহকে বোঝাতে
  • This is a team of international players.
  • Here is a bunch of keys.
(xiv) কতিপয় Adjective যেমন proud, afraid, careful, aware, conscious ইত্যাদির পর Appropriate preposition হিসেবে of ব্যবহৃত হয়।
  • The Englishman was very proud of himself because he was an Englishman.
  • Children are afraid of snakes.
  • She is proud of her blue blood.
(xv) কোনোকিছু সম্পর্কে তাৎক্ষণিক ধারণা (quick idea) পেতে
  • They enable us to have a glimpse of cultures, traditions, arts, history, etc.

Uses Preposition “Off” (Off এর ব্যবহার)

(i) স্থান কিংবা কালের দূরত্ব বোঝাতে
  • I fell off the ladder.
  • Scientists are still a long way off from finding a cure.
  • We are getting right off the subject.
(ii) কোন সড়ক কিংবা কক্ষ থেকে দূরে অবস্থান বোঝাতে
  • We live off the main street.
  • There is a bathroom off the main bedroom.
(iii) কর্ম কিংবা কর্তব্য থেকে বিরত থাকা বোঝাতে
  • He has had ten days off college.
  • I have got three days off firm.
(iv) কোন কিছু অপসারণ বোঝাতে
  • You need to take the top off the bottle first.
  • I want about an inch off the back of my hair.
  • Marrying off daughters early is not a standard practice.
(v) কেউ সচরাচর খায় কিংবা ব্যবহার করে এমন কিছু পছন্দ করছে না বোঝাতে
  • I am off alcohol for a week.
  • He is finally off drugs.

Uses Preposition “On” (On এর ব্যবহার)

(i) কোন তলের সংস্পর্শে বা কোন কিছুর স্পর্শে অবস্থান বোঝাতে
  • The book is on the table.
  • Why do you have a hat on your head?
(ii) কোন স্থানের সন্নিকটে বোঝাতে
  • There is a shopping mall on the main road.
  • There is a vast plantation on either side of the road.
(iii) ঠিক এই সময় বা অতীতের কোন নির্দিষ্ট সময়ে যানবাহনে চলমান অবস্থা বোঝাতে
  • He is on the train for Chattogram.
  • We are on the first plane journey to London.
  • I was on a plane last morning.
(iv) স্বত্ত্ব (Possession) বা কোন কিছু থাকা না থাকা অর্থে
  • I have no money on me at the moment.
(v) ইলেকট্রনিক বা বাদ্যযন্ত্রের সাহায্যে কোন কিছু করা বোঝাতে
  • I spoke to her on the telephone/mobile.
  • He played on the guitar.
(vi) কোন কিছুর সাহায্যে নিজেকে ‘প্রতিপালন’ (Support) করা বোঝাতে
  • We have to live on a small pension.
  • The cow lives on grass.
(vii) বর্তমানে বা অতীতের নির্দিষ্ট সময়ে চলমান পেশাগত কাজকর্মের অবস্থা বোঝাতে
  • He was on tour last Sunday.
  • They are on holiday today.
  • I am on official work now.
(viii) কারণ বা ফলাফল (বিশেষ করে ইতিবাচক) বোঝাতে
  • At last God took pity on him.
  • The driver stopped the bus on my request.
  • It has several positive effects on our body, mind, and soul.
(ix) গতি পথের কোন বিশেষ দিকে বোঝাতে, লক্ষ্যবস্তু বা বিষয়বস্তু বোঝাতে। এক্ষেত্রে নির্দিষ্ট দিক (যেমন- east, west ইত্যাদি) উল্লেখ থাকে না
  • You can see the museum on the right.
  • He pulled a dagger on the passer-by.
  • There is a focus on eradicating corruption everywhere in the society.
(x) কোন প্রতিষ্ঠানের সভ্য বা সদস্য বা অংশ বোঝাতে
  • He is on the management committee.
  • I am on the staff of the school.
(xi) কোন বিষয়বস্তু সম্পর্কে বোঝাতে (about অর্থে)
  • Write an essay on jute.
(xii) নির্দিষ্ট দিন কিংবা নির্দিষ্ট দিনের একটা অংশ এবং তারিখ-এর পূর্বে সময়কাল বোঝাতে
  • I’ll see you on Sunday.
  • We enjoy much on the weekend.
  • The meeting is on Monday morning.
  • The exam is on May 30th.
(xiii) কোনো স্থানে কিংবা স্থানের কাছে বোঝাতে preposition হিসেবে on ব্যবহৃত হয়।
  • Our life on earth is very short.
  • We have a town on the coast.
(xiv) বিশেষ দিন বা উপলক্ষের পূর্বে
  • I’ll be there on your birthday.
(xv) কোন ব্যক্তি, বস্তু বা বিষয়ের ওপর নির্ভর বা ভরসা বোঝাতে
  • We can rely on books when we are bored, upset, depressed, lonely or annoyed.