Use Of Articles A, AN And The | Learn English Grammar

Applied Grammar: Unit-1 Use of Articles. Here we will learn how to use Articles in the sentence. Articles A, An, and The Appropriate use rules and tips. Use of Articles A, AN, and The | Learn English Grammar.

Use of Articles

Noun: CountableSingular countable noun-এর সঙ্গে a/an ব্যবহৃত হয়। যেমন-
  • a beach a student
  • an umbrella a nice evening
Singular countable noun a/an/the/my ইত্যাদি determiner ব্যতীত এককভাবে ব্যবহৃত হতে পারে না। যেমন—
  • I want a banana. (Not I want banana.)
  • There’s been an accident. (Not there’s been accident)
কতিপয় noun তার ব্যবহৃত অর্থানুসারে countable ও uncountable উভয়ই হতে পারে । যেমন-
  • Did you hear a noise just now? (= a specific noise)
  • I bought a paper to read. (= a newspaper)
  • There’s a hair in my soup! (= one single hair)
Use of Articles A, AN and TheNoun: Uncountableসাধারণত Uncountable noun-এর সঙ্গে a/an ব্যবহৃত হয় না। যেমন-
  • a sand a music a rice
কিন্তু ‘a … of এভাবে যদি ভাব প্রকাশিত হয় তাহলে uncountable-এর পূর্বে a/an বসতে (e.g. a bowl/packet/grain of rice.) Uncountable noun-  গুলো a/an/the/ my/some ইত্যাদি  determiner ব্যতীত ব্যবহৃত হতে পারে। যেমন—
  • I eat rice every day.
  • There’s blood on your shirt.
  • Can you hear music?
I can’t work here. There’s too much noise. (Not too many noise) I need some paper to write on. (= writing paper) You’ve got very long hair. (Not hairs) (= all the hair on your head)Tipsনিম্নোক্ত noun- গুলো সাধারণত uncountable হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলোর সঙ্গে a/an ব্যবহৃত হয় না।accommodation, advice, baggage, behavior, bread, chaos, damage, furniture, information, luck, luggage, news, permission, progress, scenery, traffic, weather, work.
  • I’m going to buy some bread./ …. a loaf of bread. (Not a bread)
  • Enjoy your holiday! I hope you have good weather. (Not a good weather)
> News দ্বারা uncountable বোঝায় plural নয় >Travel দ্বারা সাধারণভাবে ভ্রমণ বোঝায় (travel in general) যা uncountable। আমরা ‘a travel’ বলতে a trip কিংবা a journey বোঝাই না ।
  • We had a very good trip/journey. (Not a good travel)
  • The news was very depressing. (Not the news were …)
2. নিচের Countable ও Uncountable noun- সমূহের standard ব্যবহারগুলো মনে রেখো
Countable (গোণাযোগ্য nouns)Uncountable  (অগণনাযোগ্য  noun)
I’m looking for a job.I’m looking for work. (Not a work)
What a beautiful view!What beautiful scenery!
It’s a nice day today.It’s nice weather today
We had a lot of bags.We had a lot of baggage/luggage.
These chairs are mine.This furniture is mine.
That’s a good suggestion.That’s good advice.
Use of Articles A, AN and The

Use of Indefinite Article ‘A’

Rules:1. Consonant sound দিয়ে আরম্ভ হয় এমন countable  noun শব্দের পূর্বে অনির্দিষ্টতা বুঝাতে ‘a’ ব্যবহৃত হয় ।Example:
  • This is a dog.
  • It is a picture.
2. Vowel sound দিয়ে শুরু তবে উচ্চারণ ‘ইউ’-এর মত হলে সেই শব্দের পূর্বে ‘a’ ব্যবহৃত হয়।
  • He is a European.
  • This is a university
3. ‘O’ এই vowel-এর উচ্চারণ যখন ‘ওয়া’-র মত হয় তখন I saw a one-eyed man. তার পূর্বে ‘a’ ব্যবহৃত হয়।
  • I saw a one-eyed man
  • A one-day cricket match was held here.
4. সংখ্যা ও পরিমাণবাচক শব্দের পূর্বে [dozen, hundred, million, thousand, score (20), couple ইত্যাদি] ‘a’ ব্যবহৃত হয়।
  • Hasem bought a dozen oranges.
  • A million people protested against this system.
5. পেশা বা ব্যবসা বুঝাতে indefinite article হিসেবে ‘a’ ব্যবহৃত হয়।
  • She is a nurse.
  • You are a physician.
6. Superlative ‘most’ দ্বারা যখন ‘very’ বোঝায়, তখন তার পূর্বে ‘the’ না হয়ে ‘a’ হয়।
  • He saw a most wonderful sight. (a most = a very)
  • This is a most interesting story.
7. অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর পূর্বে indefinite article ‘a’ ব্যবহৃত হয়।
  • A Kamal Basu came to see the temple.
  • A Mr. Jenkin has come to see you.
8. “সেই রকম একজন লোক” এটা বোঝাতে indefinite article ‘a’ ব্যবহৃত হয়।
  • You are a Kalidas.
  • He thinks he is a Shakespeare.
9. কখনও কখনও ‘disguised preposition’ হিসেবে ‘on’ The children fell a sleep. (on sleep) বোঝাতে ‘a’ বসে।
  • The Children feel a sleep. (on sleep)
  • He went a hunting. (on hunting)
10. যখন ‘half. কোনো পূর্ণ সংখ্যার পরে বসে, তখন ‘half-এর পূর্বে a বসে।
  • Mrs. Zaara bought two and a half kilograms of salt.
11. কিছু Phrase-এ সর্বদা a ব্যবহৃত হয়। যেমন— in a hurry, in a body, in a fix, in a nutshell, a lot of money, many a, flow into a range, ইত্যাদি।
  • I was in a hurry so I could not phone you.
  • Can you please, tell me the whole incident in a nutshell?
12. কখনও কখনও ‘একটি/ একজন’ বা ‘কোনো’ বোঝাতে ‘a’ ব্যবহৃত হয়।
  • There was not a man to support him, though no one spoke a word against him openly.

Use of Indefinite Article ‘AN’

13. Countable singular noun বা noun phrase-এর প্রথম অক্ষর vowel sound হলে এবং তার উচ্চারণ ইউ/ ওয়া না হলে তার পূর্বে ‘an’ ব্যবহৃত হয়।
  • She took an apple.
  • He carried an umbrella
14. Abbresiation (শব্দসংক্ষেপ)-এর প্রথম অক্ষরটি consonant sound দিয়ে আরম্ভ হলেও উচ্চারণ vowel – এর মত হলে ‘an’ ব্যবহৃত হয়।
  • Mr Rahim is an M.P.
  • Habib is an L.L.B.
15. ‘h’ দ্বারা শুরু হওয়া শব্দে ‘h’-এর উচ্চারণ যখন ‘অ’-এর মতো হয় তখন সেসব শব্দের পূর্বে ‘an’ ব্যবহৃত হয়।
  • He is an honest (অনিস্ট্) officer.
  • An honourable (অনারাব্ল্) person will visit our college tomorrow.
16. কোনো বর্ণনার ক্ষেত্রে আমরা প্রথমে a, an ব্যবহার করি তারপর বর্ণনার বিষয় সনাক্ত হলে তার পূর্বে the ব্যবহার করি
  • What is that? It is a horse.
  • What kind of horse is it? It is a racehorse.
  • What racehorse is it? It is the racehorse that loses all races.
17. যখন plural indefinite countable nouns ব্যবহৃত ‘They live in big houses. They work in offices. They হয় তখন তার পূর্বে article ব্যবহৃত হয় না।
  • They live in big houses.
  • They work in offices.
  • They are businessmen.
  • What kinds of horses are they?

Use of Indefinite Article ‘A’ / ‘AN’

18. একটি বা এক বোঝাবার জন্য indefinite article a/an He bought a house at Dhanmondi ব্যবহৃত হয়।
  • He is an idle boy.
  • He bought a house in Dhanmondi
  • He is an idle boy
19. যখন কোনো ব্যক্তি বা বস্তু প্রথম বলা হয়, সেই countable noun-এর পূর্বে a/an ব্যবহৃত হয়। (See Rule-16)
  • He is eating an orange.
  • I saw a man passing through the forest.
20. সমগ্র জাতি বা শ্রেণিকে বোঝায় এরূপ countable noun- এর পূর্বে a/an ব্যবহৃত হয়।
  • A cow is a domestic animal.
  • An owl is ugly to look at.
21. Few, little, great many, of word 1 phrase- insulted me. এর পূর্বে a/an ব্যবহৃত হয়।
  • A few years ago I went to meet her but she insulted me.
  • There is a little milk in the pot.
  • William Shakespeare wrote a great many dramas.
22. যেখানে ব্যক্তি বা বস্তুটি খুব পরিচিত নয় এমন noun-এর আগে case in apposition-এর ক্ষেত্রে indefinite article a/an ব্যবহৃত হয়।
  • Tahmina Anam, a Bengali novelist, writes this novel.
  • This is a girls’ school at Maijdee, a town in the district of Noakhali.
23. Singular common noun- এর পূর্বে Predeterminer হিসাবে many, much, rather, quite, more, merely, ইত্যাদি word থাকলে, এই word-গুলোর পর a/an ব্যবহৃত হয়।
  • Many a ship was wrecked.
  • Ripa is quite a beauty.
  • She is rather a fool.
24. Noun-পূর্বে ব্যবহৃত Adjective-এর premodifier as, so, too, how, of word পূর্বে থাকলে সেক্ষেত্রে Adjective এর পরে a/ an বসে।
  • It is too absurd an answer.
  • Iron is so useful a metal.
  • How fine a place it is!
25. মূল্য/ দাম, গতি, অনুপাত, ইত্যাদি বোঝাতে a/an ব্যবহৃত হয়।
  • Rice sells taka 50 a kilo.
  • He takes tea four times a day.
  • He runs ten miles an hour.
26. কোনো একক পরিমাপক বা ইউনিট বোঝাতে বা ‘per’ অর্থে | The horse runs fifty miles an hour. a/ an ব্যবহৃত হয়।
  • The Horse runs fifty miles an hours
  • He is a ninety years old man.
27. সমজাতীয় কিছু বুঝাতে common noun-এর পূর্বে a / an বসে।
  • Criminals are of an exceptional character. (The same type of character)
  • Birds of a feather flock together.
28. সাধারণভাবে কোনো শ্রেণি, পেশা, ব্যবসা, অবস্থান বা ভূমিকা Evel বোঝাতে a/an ব্যবহৃত হয়।
  • He is simply a driver.
  • She is a teacher.
29. কোনো ব্যক্তি বা বস্তুর দোষ/ গুণ বর্ণনা করতে দোষ/ গুণবাচক He is an intelligent boy. শব্দের পূর্বে a/ an বসে।
  • He is an intelligent boy
  • Mr. Siddique is a friendly person.
30. কোনো fractions বা ভগ্নাংশের পরে a/ an ব্যবহৃত হয়।
  • One-third of an apple.
  • Three-quarter of a pound.
31. কোনো exclamatory sentence ‘What’ দ্বারা শুরু হলে ‘what এর পরবর্তী word-এর vowel consonant অনুসারে তার পূবে a/ an ব্যবহৃত হয়।
  • What a charming scenery!
  • What an unnatural look the boy has!
32. Abstract noun common noun- হয় তখন তার পূর্বে a/an বসে।
  • Helen is a beauty. (a beautiful girl)
33. একাধিক adjective একই ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে নির্দেশ করলে প্রথম Adjective-এর পূর্বে a/an বসে। তবে, একই sentence-এ ব্যবহৃত একাধিক adjective যদি পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে সেক্ষেত্রে প্রত্যেকের পূর্বে a/an বসে।
  • He had a red and black dress. (one dress of two colours)
  • We have an unfaithful and insincere night-guard. (a night-guard of two character)
  • He has a small and a big luggage. (two luggages – one small & one big)
  • Raiyan has an expensive and a cheap mobile set. (two mobile sets)
34. সংখ্যাবাচক One-এর পরিবর্তে a/ an বসে। এর দ্বারা Noun-টির অনির্দিষ্ট ভাবটির দিকে গুরুত্ব প্রদান করা হয়।
  • The place is a mile away from here. (One mile)
  • Looking at the tree the boy cried for an apple. (One apple)
35. কিছু Word রয়েছে যেগুলোর পূর্বে গঠনগতভাবেই a/ an বসে। Word-গুলো হলো : headache, cough, interest, hurry, raza, temper, cold.
  • Tasnim had a cough.
  • I have a headache.
36. Adjective-এর পূর্বে so, too, Adjective- এর ‍পূর্বে a/an বসে।
  • That was too difficult a problem to neglect
  • Iron is so useful as a metal.
37. কারো সৃষ্ট বা লিখিত কোন কিছু বুঝাতে তার নামের পূর্বে a/an বসে
  • He is reading a Shakespeare. (A writing of Shakespeare)
38. Countable Noun যদি Collective Noun গঠন করে সেক্ষেত্রে তার পূর্বে a/an বসে।
  • A group of boys, A gang of robbers. A bunch of grapes, A gathering of people, etc.

Use of Definite Article ‘THE’

39. নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বুঝাতে Common noun-এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয় ।
  • The man standing in front of you is a doctor.
  • The water of this pond is dirty.
  • The boys are playing.”
40. সমগ্ৰ শ্ৰেণী বা জাতিকে বুঝালে singular common noun-এর পূর্বে ‘the’ ব্যবহার করা হয়। কিন্তু মানবজাতি অর্থে Singular ‘man’ ও ‘Woman’-এর পূর্বে কোন article বসে না। তাবে, এদের পূর্বে a কিংবা এদের plural ‘men’ এবং ‘women’ ব্যবহার করা যায়।”
  • The cow is a domestic animal.
  • The English are brave.
  • Man is mortal.
  • A man is mortal.
  • Men are mortal.
  • Woman is tender in nature.
  • A woman is tender in nature.
  • Women are tender in nature
41. নদী, পর্বতমালা, সাগর,উপসাগর, মরুভূমি, দ্বীপপুঞ্জ, ইত্যাদির This is the Bay of Bengal. নামের পূর্বে ‘the’ ব্যবহৃত হয় ৷”
  • The Padma is a large river.
  • We crossed the Atlantic Ocean.
  • This is the Bay of Bengal
  • The Himalayas are covered with ice.
  • The Sahara is a desert.
  • The Andamans are a group of islands.
42. বিখ্যাত’ অট্টালিকা, রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের নামের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • The Empire State Building is in New York.
  • The Congress is a political party.
  • India is populated with the Hindus.
43. কোন জাতির নামের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • The English are brave.
  • The Bangladeshis are hospitable.
44. বিখ্যাত গ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • She recites the holy Quran.
  • The Observer is a daily newspaper.
45. জাহাজ, উড়োজাহাজ, ট্রেন ইত্যাদির নামের পূর্বে the ব্যবহৃত হয়।
  • The Titanic sank for ever.
  • The Boeing-747 arrived at Shahjalal International Airport.
  • The Upakul Express reached Noakhali.
46. ক্রমিক সংখ্যা এবং মাসের তারিখের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • She secured the first position in this examination.
  • He was born on the 26th of December, 1974.
47. গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • She witnessed the Second World War.
  • The French Revolution changed the appearance of France.
48. Adjective দ্বারা সমাজের কোন বিশেষ শ্রেণী বা গোষ্ঠী নির্দেশিত হলে তার পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • The brave come out successful.
49. Proper Noun. দিয়ে তুলনা বুঝালে তার পূর্বে The ব্যবহৃত হয়।
  • Narayanganj is the Dundee of Bangladesh
  • Nazrul is the Byron of Bangladesh.
50. কোন বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে তার নামের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • The Punjab is supposed to be enriched with agricultural goods.
  • The Deccan is situated in the south India.
51. Adjective এর superlative degree –র পূবে definite article ‘the’ ব্যবহৃত হয়। কিন্তু উক্ত Adjective-এর পূর্বে possessive (my, our, his, her, your, etc.) article ব্যবহৃত হয় না ।
  • It is the cheapest dish on the menu.
  • He is the bravest man in our locality.
  • Momen is my best friend.
52. নির্দিষ্টভাবে বুঝালে material কিংবা abstract noun-এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • The kindness of Mohsin is known to all. The gold of this ring is pure.
53. Comparative degree-এর অর্থ যত … তত এমন বুঝালে তার পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • The more you read, the more you learn.
  • The sooner, the better.
54. কোন Noun-কে বিশেষ গুরুত্ব দিতে ‘the’ ব্যবহৃত হয়।
  • He is the singer of the nation.
  • She is the messenger of the day.
55. দিকের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
  • Warmer weather is coming from the south.
  • The sun rises in the east.
56. সকল noun-এর পূর্বেই determiner বসলেও পাশের কলামে প্রদত্ত category-ভুক্ত noun-সমূহের পূর্বে বসে না। N. B. Proper noun কোনো কিছুর সুনির্দিষ্ট নাম বিধায় এর পূর্বে determiner বসে না এবং এ noun-গুলো Capital letter দ্বারা শুরু হয় ।
  • Names & titles: I, Daddy, Sheikh Mujib, Mitshubishi Ishikura, Barak Obama, Mahathir Muhammad, Ms Chiang, Uncle Tom, Livingston, President Washington, King Arthur, etc.
  • Names of groups: Yale University, Sony Corporation, Volksvagen, Greenpeace, etc.
  • Countries, Specific geographical locations: Everest, Seoul, Bangladesh, Japan, Mount, Europe, Asia, Buenos Aires, Main Street, etc.
  • Nationalities, language, regions, ideologies, philosophies: American, Korean, Japanese, Buddhism, Christianity, Materialism,
  • Pacifism Time Periods: 7:00, Friday, September, New Year’s Day, 1971
57. পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের পূর্বে the ব্যবহৃত হয়।
  • The Bangabandhu National Stadium needs immediate repairmen’s.
  • The mangoes of Rajshahi are sweet
58. Radio, cinema ও theatre-কে যখন বিনোদন বিষয় হিসেবে বিবেচনা করা হয় তখন তাদের পূর্বে the ব্যবহৃত হয়। কিন্তু এগুলোকে যদি art form (শিল্প) বা profession (পেশা) হিসেবে বিবেচনা করা হয় তখন তাদের পূর্বে the. ব্যবহৃত হয় না ।
  • Can we go to the cinema? (বিনোদন)
  • We should not listen to the radio while we are driving. (বিনোদন) কিন্তু,
  • He worked in radio and television all his life. (পেশা/ প্রতিষ্ঠান)
59. Common noun যদি noun adjective abstract noun-এর মতো ব্যবহৃত হয়, তাহলে তার পূর্বে the বসে।
  • The mother rose in her. Check the beast in you.
60. অদ্বিতীয় বা একক বস্তুর নামের পূর্বে কিংবা প্রকৃতিতে যার একক অস্তিত্ব আছে (পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ) তাদের নামের পূর্বে the বসে।
  • The earth moves round the sun.
  • The sun rises in the east.
61. কোনো Adjectival phrase, clause বা of যুক্ত phrase দ্বারা যদি কোনো noun-কে নির্দিষ্ট করা হয় তাহলে ঐ noun-এর পূর্বে the বসে।
  • The woman who came to meet me is my wife.
  • The ring made of diamond is very costly.
62. সমষ্টিবাচক দেশের নামের পূর্বে ‘the’ বসে।
  • Mr Rafiq is a citizen of the U.S.A.
  • He lives in the U.K.
63. কোনো বিশেষ এলাকার নামের পূর্বে the বসে।
  • They went to the Middle East.
  • He visited the Southeast Asia.
64. ঋতু, যদি Particular বা নির্দিষ্ট হয় তাহলে অবশ্যই এর পূর্বে the ব্যবহার করতে হয়।
  • She will go to the U.S.A. in the winter of 2018.
  • They went to the Cox’s Bazar in the last winter.
65. যে সব noun পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বে ‘the’ বসে।
  • At last he joined the police.
  • She will be appointed to the Navy.
66. পূর্বে উল্লিখিত হয়েছে এমন কিছু দ্বিতীয়বার উল্লেখ করলে সেক্ষেত্রে তার আগে the বসে।
  • I noticed a girl.
  • The girl was very clever.
  • We found a car.
  • The car was red.
67. যে কোনো road ও park-এর নামের পূর্বে the বসে।
  • She lives in the Park Street.
  • Every morning, he goes to the Ramna Park.
68. বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম বহুবচন হলে তার পূর্বে the বসে।
  • India was once conquered by the Mughals.
  • The Chowdhury will be happy to appoint you there.
69. আমাদের চারপাশের পরিচিত পৃথিবী, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু (town, country, mountains, sea, seaside, wind, rain, weather, night) ইত্যাদির পূর্বে the বসে।
  • In the morning, he was talking about the weather.
  • Both I and my wife like the seaside.
70. প্রাত্যহিক জীবনের কিছু পরিচিত singular জিনিস (bus, train, newspaper, hair dresser) ইত্যাদির পূর্বে the ব্যবহৃত হয় ।
  • It is many years since I met you on the train.
  • I have read the newspaper today.
71. Morning, noon, afternoon, night, evening, ইত্যাদি noun-এর আগে in ব্যবহৃত হলে সাধারণত তাদের পূর্বে the বসে । কিন্তু নিম্নোক্ত time expression-এর ক্ষেত্রে the বসে না। যেমন- all day, all night, all year, all spring, last night, last Monday, last year, last April, last week, last month, midday, midnight.
  • Yesterday I got up early in the morning.
  • I told him to come here in the afternoon.
72. বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে the বসে। অন্যথায় বাদ্যযন্ত্রের আগে the বসে না।
  • He plays the piano.
  • কিন্তু, He has a piano.
73. Proper noun-এর পর পরিচয় জ্ঞাপনে ব্যবহৃত apposition (যদি Proper noun টি পরিচিত হয়) এর পূর্বে the ব্যবহৃত হয়। আর proper noun-টি পরিচিত না হলে, apposition-টির পূর্বে a/ an ব্যবহৃত হয়।
  • I would like to meet Trump, the president of the U.S.A. (এখানে Trump, বক্তা ও শ্রোতা উভয়ের নিকট পরিচিত।)
  • I love Joynul Abedin, a teacher. (কারণ, এখানে Joynul Abedin শ্রোতার নিকট অপরিচিত।)
74. Proper noun-এর পূর্বে adjective থাকলে উক্ত adjective-এর পূর্বে the বসে ।
  • The famous scientist Newton gave the theory of gravity.
  • The great ship, Titanic sank on her maiden voyage.
75. একটি Singular noun-এর পূর্বে দুই বা ততোধিক adjective থাকলে এদের প্রত্যেকটির পূর্বে the বসে। কিন্তু noun-টি Plural হলে শুধু প্রথমটির পূর্বে the বসে ।
  • The beautiful and charming scenery of the place attracted me. (scenaries = Plural)
  • The talented and the intelligent boy won the first prize. (boy = singular)
76. Home-এর পূর্বে the বসে না। কিন্তু, Home-এর পূর্বে descriptive word বা phrase থাকলে তার পূর্বে the বসে।
  • She will be at home at 5:00pm.
  • They arrived at the uncle’s home at 4 pm.
77.  দুয়ের মধ্যে তুলনা বুঝাতে যদি ‘two’ word-টি ব্যবহৃত হয় সেক্ষেত্রে adjective-এর comparative degree-এর পূর্বে the বসে ।
  • Mahin is the better of the two boys.
  • Shimu is the wiser of the two sisters.
78. সময় ও পরিমাপের ক্ষেত্রে by ব্যবহৃত হলে উক্ত by-এর পর the বসে ।
  • They sell oranges by the dozen.
  • Should I pay you by the month?
79. Ordinal number যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে the বসে। কিন্তু যখন রোমান সংখ্যায় লেখা হয়, তখন তার পূর্বে the বসে না। তবে উচ্চারণের সময় the বলতে হয়।
  • King Richard the Third. King Richard
  • III (উচ্চারণ হবে King Richard the (King third.)
80. Majority, minority, Police, Public, People, ইত্যাদি Collective noun-গুলো সাধারণত plural noun হিসেবে গণ্য হয় এবং এদের পূর্বে the বসে ।
  • The minority of people were against that decision.
  • The majority of people will be in favor of us.
81. বিশেষ কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে the বসে।
  • The 16th December is a red-letter day in our history.
  • The Battle of Panipat is a historical in our history.
82. সাধারণভাবে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ও পোশাক-পরিচ্ছদের (Parts of body and their possessions) পূর্বে the ব্যবহৃত না হয়ে Possessive (my, his, her, their etc.) ব্যবহৃত হয়। কিন্তু এগুলো (Prepositional phrase-এ ব্যবহৃত হলে এবং আঘাত করা, গুলি করা, এরূপ ঘটমান কোনো কাজের সম্পর্ক থাকলে উক্ত Preposition- এর পরিবর্তে the বসে।
  • Rafiq broke his leg climbing. (possessive)
  • The girl struck her on the head. (article)
83. Abstract noun common noun বা abstract noun নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে।
  • The honesty of the man impressed me highly.
  • The kindness of Mohsin is known to all.
84. Singular designation বা পদবি/উপাধির পূর্বে the বসে।
  • Abdul Hamid is the President of Bangladesh.
  • Narendra Modi is the Prime Minister of India.
85. Proper Noun-কে বিশেষিত করার জন্য তার পূর্বে Adjective থাকলে এর পূর্বে the বসে ।
  • The virtuous man pardoned the thief.
86. Noun + post modifier-43 the বসে।
  • The boy sitting on the bench is very smart.
  • He found the mobile that he found yesterday.
87. Noun + of + noun থাকলে এর পূর্বে the
  • The Hilsha of Bangladesh is famous all over the world.
  • The sweets of Tangail are superb.
88. Adverbs যদি Adjectives হিসেবে ব্যবহৃত হয়, তবে এর পূর্বে the বসবে ।
  • The then leaders made the mistakes.
  • The above examples are taken from S.T. Coleridge
89. নামবিহীন title-এর পূর্বে the বসে। কিন্তু title-এর পরে নাম থাকলে তার পূর্বে the বসবে না ।
  • The Principal, the Professor, the President ইত্যাদি, কিন্ত Professor Abul Mansur is a scholar.
90. Noun দ্বারা কোনো Abstract quality বুঝালে উক্ত Noun-এর পূর্বে the বসে।
  • Our nation needs the patriot.
91. Enthusiastic approval বুঝাতে the বসে।
  • That’s the boy!
  • That’s the tune!
92. জনতা, শিক্ষিত সমাজ/ সুধী সমাজ, কৃষক সম্প্রদায়, শ্রোতৃমণ্ডলী, ইত্যাদি Collective Noun-কে সাধারণত Plural Noun হিসেবে গণ্য করা হয় এবং তাদের পূর্বে the বসে।
  • The peasantry of Bangladesh is very neglected.
  • The audience appreciated the song.
93. কোনো Noun দিয়ে যখন Superlative-এর গুরুত্ব বুঝায় তখন তার পূর্বে the বসে ।
  • Shakib is the cricketer of the day.
  • Messi is the player of the day.
94. Proper Noun অর্থাৎ ব্যক্তির নামের পরে কোনো Epithet বা গুণবাচক শব্দ যুক্ত হলে তার পূর্বে the বসে ।
  • Pele, the Great, is known as the magician of football.
  • Ozymandias, the great, was a famous King.
95. Meal-এর পূর্বে Post modifier হিসেবে the ব্যবহৃত হয়। কিন্তু ordinary meal বুঝাতে article বসে না ।
  • They enjoyed the dinner we offered last night. I take breakfast at 8:30 a.m.
96. কতকগুলো রোগের নামের পূর্বে the বসে ।
  • The plague, the measles, the gout, the mumps
97. Choir, Orchestra এবং Pop-group এর পূর্বে the বসে।
  • Safin is the main singer of the Miles.
98. ভাষার নামের পূর্বে সাধারণত the বসে না। কিন্তু উক্ত ভাষার সাথে language কথাটি যুক্ত থাকলে তার পূর্বে the বসে।
  • The Bangla language has been achieved at the cost of our blood.
99. Mosque, temple, church, hospital, market, university, college, school, af Noun এদের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন তাদের পূর্বে the বসে না। কিন্তু অন্য উদ্দেশ্যে এসব স্থান পরিদর্শন করলে তাদের পূর্বে the বসে ।
  • The students go to college regularly.
  • The education minister has visited the college.
100. Theatres (halls), Cinemas (halls)- এর পূর্বে the বসে।
  • The Avisar Cinema hall is situated at Tikatuli.
  • The National Theatre will stage a drama.
101. Newspaper এবং Restaurant-এর পূর্বে the বসে ।
  • The Daily Star is a national daily newspaper.
  • The Royal Buffet is a famous restaurant.

Omission of Articles a/an (যেসব ক্ষেত্রে Articles a/an বসে না)

1. Uncountable Noun-এর পূর্বে সাধারণত article a/an ব্যবহৃত হয় না। এছাড়া noun ব্যতীত অন্য কোন parts of speech নির্দেশ করতে article বসে না। (মনে রাখতে হবে যে, একটি noun কে নির্দেশ করতে একাধিক article ব্যবহার করা যায় না।)
  • I am fond of tea.
  • She likes milk.
2. Material Noun-এর পূর্বে সাধারণত a/ an ব্যবহৃত হয় না।
  • Iron is a useful metal.
  • Gold is a precious metal.
3. Abstract Noun কিংবা adjective-এর পূর্বে সাধারণত a/an ব্যবহৃত হয় না। মনে রাখতে হবে, adjective-এর পূর্বে article ‘The’ বসলে তা জাতিবাচক বিশেষ্যে পরিণত হয় বলে কিছু কিছু ক্ষেত্রে তা context অনুযায়ী বসানো হয়।
  • Forgiveness is a great virtue.
  • Honesty is the best policy.
4. Plural Noun সাধারণ অর্থে ব্যবহৃত হলে article (a/ an) ব্যবহৃত হয় না।
  • Tigers are ferocious animals.
  • Cows are gentle animals.
5. সাধারণ অর্থে meal যেমন— lunch, dinner, ইত্যাদির পূর্বে article (a/ an) ব্যবহৃত হয় না।
  • She may invite you to a dinner.
  • I shall invite you to x lunch.
6. Adjective word দিয়ে শেষ হওয়া clause বা Sentence-এ উক্ত adjective এর পূর্বে article (a/an) ব্যবহৃত হয় না। কিন্তু Adjective এর পরে যদি noun থাকে তাহলে Adjective-এর পূর্বে article (a / an বসে .
  • I am x innocent.
  • He is x honest.
  • The dove is a nice bird.
  • She is a beautiful girl.

Omission of Article ‘the’ (যেসব ক্ষেত্রে Article ‘the’ ব্যবহৃত হয় না)

7. Proper Noun-এর পূর্বে সাধারণত article ‘the’ ব্যবহৃত হয় না।
  • Bangladesh is rich in natural gas.
  • She lives in Dhaka.
৪. উদ্যান, ভবন, সড়ক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতাল, মোড়, বাজারের নামের পূর্বে সাধারণত article (the) ব্যবহৃত হয় না। এছাড়া যে বস্তু বা প্রতিষ্ঠান যে কাজের জন্য তৈরি বা নির্মিত হয়েছে সে কাজের উদ্দেশ্যে বোঝাতে তার পূর্বে article (the) বসে না।
  • He goes to college everyday.
  • We went to children’s park.
  • They went to university.
  • She reached Kaptan Bazar.
9. সাধারণত মানবজাতি অর্থে মানুষ, নারী এবং বাবা মা, চাচা, চাচী, শিশু, মামা, মামী, ইত্যাদির পূর্বে article (the) ব্যবহৃত হয় না।
  • Man is mortal.
  • Woman is quarrelsome.
  • Children are fond of sweets.
10. ভাষার নামের পূর্বে the ব্যবহৃত হয় না।
  • He speaks French.
  • She is expert in English.
11. কিছু রোগ, কলা, বিজ্ঞান, ইত্যাদি বিষয়ের নামের পূর্বে the ব্যবহৃত হয় না।
  • Cancer is a fatal disease.
  • She is taking up Honours degree in Chemistry.
12. খেলার নামের আগে বা খাবার সংক্রান্ত নামের পূর্বে article ব্যবহৃত হয় না। কিন্তু এদের পূর্বে Adjective থাকলে তার পূর্বে a/ an বসে।’
  • She can play football.
  • I went to see a T-20 cricket match yesterday.
  • Have you taken supper? We had a good dinner.
13. দিন ও মাসের নামের আগে the ব্যবহৃত হয় না ।
  • January is the first month of the year.
  • Friday is a Government holiday.
14. উৎসবের নামের আগে the ব্যবহৃত হয় না ।
  • Eid-ul-Fitr is the biggest religious festival of the Muslims.
  • Christmas is the religious festival of the Christians.
15. সাধারণত Idiomatic phrase-এর আগে article the ব্যবহৃত হয় না।
  • They live from hand to mouth.
  • She left the place bag and baggage.
  • They began to work at once.
16. Society, nature, space, night, ইত্যাদির পূর্বে সাধারণত Article the বসে না।
  • We live in a society.
17. কতকগুলো fixed expression রয়েছে যেগুলোর মধ্যে বিদ্যমান article-টি অবিকৃত অবস্থায় বসে থাকে।
  • The same, in the morning, one of the each of the, As a result, most of the, to the point, by/at the side. A number of, a little, the little, the few, a few, the number of, such a, on the contrary, A many, ইত্যাদি।
18. কর্মক্ষেত্র বা পেশা বুঝাতে Radio, television, cinema, theatre ইত্যাদির পূর্বে the বসে না কিন্তু বিনোদনমাধ্যম বা যন্ত্ৰ বোঝাতে Radio, theatre ও cinema-এর পূর্বে the বসলেও television-এর পূর্বে ‘the’ বসে না।
  • He worked both in radio and television.
  • Raju always listens to the radio while driving but hardly watches television.
19. Noun-কে সনাক্ত করতে a, an, the ব্যতীত যেসব determiner ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে-my, your, his, her, its, our, Rupom’s, their, this, that, these, those, any, each, some, most, both, all, many, much, no, other, enough, several, one, two, seven, few, which, what ইত্যাদি। (মনে রাখতে হবে যে, আমরা যখন এসব determiner ব্যবহার করি তখন a, an, the ব্যবহার করি না। এছাড়া, adjective যে noun-কে বিশেষিত করে, তার পূর্বে কোন article বসে না । অর্থাৎ, adjective ও noun-এর মাঝে কোন article বসে না।)
  • Every country has its traditions.
  • Each new day is different.
20. Abbreviation-এর পূর্বে the ব্যবহৃত হলেও, acronyms-এর পূর্বে কোনো the বসে না । (Note যেসব শব্দসংক্ষেপ শব্দের মতো উচ্চারিত হয় সেগুলোকে acronyms বলা হয়।)
  • Mr. Shahin works in the UNDP translator. (abbreviation)
  • UNICEF works for the children. (acronyms)
21. সাধারণত দেশ, মহাদেশ, শহর, হ্রদ, ইত্যাদির পূর্বে কোনো the বসে না ।
  • Have you heard about Lake Baikal?
  • She lives in Saudi Arabia.
22. নিজের mother, father, brother, sister, uncle, aunt, baby, cook, nurse, ইত্যাদি বুঝাতে এই শব্দগুলোর পূর্বে the বসে না ।
  • Sister is reading.
  • Uncle is watching TV.
23. কোনো শহরের প্রধান প্রধান অট্টালিকা বা ভবনের নাম ঐ শহরের নাম দ্বারা শুরু হলে তার পূর্বে the বসে না। কিন্তু, অট্টালিকা বা ভবনের নামের পরে শহরের নাম থাকলে তার পূর্বে the বসে ।
  • Dhaka Medical College and Hospital is an old hospital in the country.
  • The University of Dhaka.
24. ম্যাগাজিনের নামের পূর্বে the বসে না ।
  • He reads Reader’s Digest regularly.
25. Common Noun, adjective ও সংখ্যা দ্বারা বিশেষিত হলে the বসে না ।
  • That is her house.
  • Each girl has got a prize.
26. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এবং পোশাক-পরিচ্ছদ ইত্যাদির পূর্বে the বসে না।
  • Rana puts on his T-shirt.
  • Raise your hands.
27. কিছু নির্দিষ্ট Prepositional phrase-এর পূর্বে the বসে না।
  • She went out at daybreak.
  • His house is in front of mine.
28. Elect, select, make, nominate, appoint, crown, choose, প্রভৃতি verb-এর complement-এর পূর্বে কোনো article ‘the’ বসে না।
  • The students elected him captain.
  • They nominated him as president.

Conclusion

Finally, we reached the last of this article. So dear student, if you can read properly at the last point of this article and can remember then, we hope that you will be an expert on the use of articles. You can also check the English 2nd Paper Book on this site.