An Introduction to Verb. ইংরেজি বাক্যে verb একটি গুরুত্বপূর্ণ parts of speech। মূলত verb ছাড়া কোনো complete sentence (পরিপূর্ণ বাক্য) গঠিত হতে পারে না। Sentence-এ verb Subject-এর person ও number এবং tense ভেদে বিভিন্ন রূপ গ্রহণ করে। বাক্যে verb-এর ব্যবহার অনুযায়ী verb-এর form-কে finite ও non-finite এ দুটো নামে অভিহিত করা হয়। ব্যবহারকালে verb-কে principal verb (মূল/ প্রধান ক্রিয়া) এবং auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) এ দুটো ভাগে বিভক্ত করা হয়। এছাড়া verb-এর object ও complement গ্রহণ ও বর্জনের উপর ভিত্তি করে verb-কে transitive (সকর্মক), intransitive (অকর্মক) এবং linking এ তিন নামে অভিহিত করা হয়।নিচের chart-এ verb-এর সাধারণ বিন্যাস এবং পরবর্তীতে এগুলোর বিস্তারিত আলোচনা লক্ষ কর :
Finite verb (সমাপিকা ক্রিয়া)Finite verb হলো verb-এর এমন একটি রূপ যার subject expressed কিংবা implied হয় এবং একটি Independent clause-এর root হিসেবে কাজ করতে পারে। একটি Independent clause পূর্ণাঙ্গ বাক্য হিসেবে কারো সাহায্য ছাড়া বসতে পারে। অনেক ভাষায় Finite verb হল gender, person, number, tense, aspect, mood, কিংবা voice- এর ব্যাকরণগত তথ্যের সঠিক উৎস।যেমন—
(i) I have a dog. It will have to be trained well.
(ii) Mr Tom is a person of word. He promises to do the work.উপরোক্ত underlined word- (will, is ও promises) finite verbs | Finite verb- subjects (‘It’, ‘Mr Tom’s ‘He’) Finite verb dependent কিংবা independent clause-এ ব্যবহৃত হতে পারে। যেমন—
(i) John said that he enjoyed reading.
(ii) Something you make yourself seems better than something you buy.Non-finite verb (অসমাপিকা ক্রিয়া) Finite verb নয় এমন যে কোনো verb form-কে non-finite verb বলা হয়। Non-finite verb-কে কখনও কখনও verbal বলা হয়। Non-finite verb একটি independent clause-এর root হিসেবে কাজ করতে পারে না। ইংরেজিতে non-finite verb form Infinitive, participle এবং gerund-এ পরিলক্ষিত হয়। যেমন— হয়।(i) The proposal has been intensively examined today.
(ii) What did they want to have done about that?
(iii) Someone tried to refuse to accept the offer.(iv) Coming downstairs, she saw the man running away.
(v) I am trying to get the tickets.উপরোক্ত উধাহরণগুলোতে been, examined, এবং done হোল past participles; want, have, refuse, accept এবং get হোল infinitives; coming, running, এবং trying হোল present participles. তাই এগুলোকে Non-finite verb বলা হয়।Principal verb (মূল ক্রিয়া)যে verb অন্য কোন verb-এর সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal verb বলে। যেমন-I read in class XI. I write a letter. I play football.উপরের প্রতিটি sentence-এ ব্যবহৃত verb-গুলো অন্য কোনো verb-এর সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। অতএব, read, write, play হচ্ছে Principal verb।Auxiliary/Helping verb (সাহায্যকারী ক্রিয়া)যে verb-এর নিজস্ব কোনো অর্থ নেই এবং tense বা sentence গঠনে principal verb কে সাহায্য করে তাকে Auxiliary verb বলা হয়। যেমন-I am playing football.
She was cooking rice.
Do you know the boy?
Has he gone away?উপরের বাক্যগুলোতে am, was, do ও has Auxiliary verb, কারণ এগুলো যথাক্রমে ‘playing, cooking, know ও gone’ verb-এর অর্থ প্রকাশে সাহায্য করছে।নিম্নে form ভিত্তিক Auxiliary verb-এর একটি সাধারণ পরিচিতি দেয়া হলো-Primary auxiliariesto be: am, is, are, was, were
to do: do, does, did
to have: have, has, hadmodal auxiliaries/ modalsshall, should, will, would, can, could, may, might, must, ought to, need, dare, used to.লক্ষণীয়: ‘To be, to do, to have’ verb-গুলো বাক্যে Auxiliary কিংবা Principal উভয় প্রকার verb হিসেবেই ব্যবহৃত হতে পারে। বিশেষত উল্লিখিত verb-গুলোর পর বাক্যে কোনো principal verb ব্যবহৃত হলে শুধুমাত্র সেক্ষেত্রে ‘to be’ verb-টি Auxiliary verb হলে গণ্য হবে । যেমন-I am going to college.এখানে am হচ্ছে Auxiliary verb, কারণ এর পরই Principal verb ‘going’ রয়েছে।অপরদিকে, কোনো বাক্যে যখন ‘to be’ verb ব্যতীত অন্য কোনো verb থাকে না তখন ব্যবহৃত ‘to be’ verb-টিই Principal verb বলে গণ্য হয়। যেমন-He is a student.এ বাক্যটিতে is হচ্ছে Principal verb কারণ, is ব্যতীত অন্য কোনো verb বাক্যটিতে ব্যবহৃত হয়নি।Gerund & Verbal nounGerund হচ্ছে verb-এর present participle অর্থাৎ ‘verb + ing’ form যা noun-এর মত কাজ করে। তাই gerund-কে Verbal Noun-ও বলে। Verbal noun দুভাবে গঠিত হয়-suffix যোগে: refuse + al = refusal; accept + ance = acceptance = acceptance, judge + ment = judgement : love + ing = loving; sleep + ing = sleeping; walk + ing = walkingলক্ষণীয় : verb + ing এর আগে the ও পরে of থাকলে তা verbal noun হয়। যেমন-I like the reading of Geometry.কিন্ত I like reading Geography. বাক্যটিতে ‘reading’ Gerund.Swimming is a good exercise.
He is tired of sleeping over hours.ParticipleParticiple হচ্ছে verb এর একটি রূপ যার শেষে ing’ (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle). ইত্যাদি যুক্ত থাকে এবং যা adjective বা adverbial হিসেবে ব্যবহৃত হতে পারে। এর তিনটি form রয়েছে- present participle, past participle ও perfect participle। Verb সম্পন্ন হওয়ার সময় অনুযায়ী participle-এর উল্লিখিত form-গুলো sentence-এ ব্যবহৃত হয় ।A rolling stone gathers no moss. (Present P.)
Deceived by his friends, he lost all hope. (Past P.)
Having forgotten him, I went away. (Perfect P.)Infinitiveযে non-finite verb base form বা present form অবস্থায় থাকে এবং তার পূর্বে ‘to’ যুক্ত থাকে তাকে Infinitive বা Infinite verb বলা হয়। যেমন-He is too weak to work.
The mangoes are sweet to taste.
He had three meetings to attend.এমনিভাবে, to do, to go, to save, to try, to know ইত্যাদি।লক্ষণীয়: Infinitive-এর সঙ্গে প্রায়শ ‘to’ ব্যবহৃত হয়। বিশেষত বাংলা যাইতে, খাইতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে to + verb- প্রযোজ্য। কিন্তু বিশেষ কতকগুলো verb যেমন- bid, let, make, need, see, hear-এর পর infinitive বসাতে হলে to ব্যবহার করা
যায় না। যেমন-I bade him go. Let him sit here. Make him stand.কোন কিছু নির্ধারিত হয়ে আছে বোঝাতে is to এবং বাধ্যতা বোঝাতে have/ has to ব্যবহৃত হয় ।He is to go there. (যাওয়ার কথা )
He has to go there. (যেতে হবে)Transitive verb (সকর্মক ক্রিয়া)সাধারণভাবে, যে verb এর object থাকে তাকে transitive verb বলে। যেমন—We catch fish almost everyday.
They saw me.
He drew the picture beautifully.এখানে catch, saw, drew এই verb গুলো হচ্ছে Transitive verb, কারণ fish, me ও the picture হচ্ছে যথাক্রমে ‘catch, saw, drew’ verb এর object এবং এ object-গুলো না থাকলে We catch, They saw কিংবা He drew দ্বারা কখনোই বাক্যের অর্থ সম্পূর্ণ হতো না ।লক্ষণীয়: বেশির ভাগ Transitive verb একটি মাত্র object গ্রহণ করে কিন্তু give, ask, offer, promise, tell-এ জাতীয় কিছু কিছু transitive verb দু’টি object গ্রহণ করে— একটি Indirect object, অপরটি direct object। যেমন-He gave me a book.Intransitive verb (অকর্মক ক্রিয়া)যেসব verb-এর object থাকে না বা object-এর প্রয়োজন হয় না সেসব verb-কে Intransitive verb বলে। যেমন-She laughs.
The boy walks.
The man slept.তেমনি বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আর কোনো word-এর প্রয়োজন নেই । ওপরের উদাহরণে ‘laughs, walks, slept’ verb-গুলো হচ্ছে Intransitive verb এর উদাহরণ, কারণ এগুলোর কোন object নেই।Linking/ Copulative Verbযে verb Principal verb হিসেবে Subject এবং Adjective বা Noun complement কে যুক্ত করে তাকে Linking verb/Copulative verb বলে। এক্ষেত্রে ‘To be verb-টিই Principal হিসেবে ব্যবহৃত হয়। যেমন—I am happy.
He is a student.Impersonal verbকোন verb-এর subject যদি impersonal ‘It’ হয় তাহলে সেই verb-কে Impersonal verb বলা হয় । যেমন—It rains.
It snows.Reflexive verbReflexive pronoun কোন verb-এর object রূপে ব্যবহৃত হলে সেই verb-কে বলা হয় Reflexive verb. যেমন-He fanned himself.
She killed herself.ব্যবহৃত reflexive verb-গুলো হচ্ছে- উপরের উদাহরণ দু’টিতে fanned ও killed হচ্ছে reflexive verb কেননা, এদু’টি verb-এর subject ও object একই ব্যক্তি। বহুলThrow, hurt, absent, avail, conduct, ruin, pride, enjoy etc.Reciprocal verbযেসব Transitive verb বাক্যস্থিত subject ও object-এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া নির্দেশ করতে ব্যবহৃত হয় সেগুলোকে Reciprocal verb বলে। অর্থাৎ Reciprocal pronoun-এর (পূর্ববর্তী verb-টিই হচ্ছে Reciprocal verb। যেমন—The two girls love each other.
They hate one another.Reciprocal pronoun-এর কাজ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা। সেক্ষেত্রে উপরের উদাহরণ দু’টিতে each other one another reciprocal pronoun 4 love hate 30 reciprocal verb.সাধারণত hate, love, quarrel, strike, fight ইত্যাদি Reciprocal verb হিসেবে বেশি ব্যবহৃত হয় ।