Present Continuous Tense Definitions & Examples

Present Continuous TenseDefinition (সংজ্ঞা): বর্তমানে কোন কাজ চলছে বা ঘটছে বা হচ্ছে এরূপ বোঝাতে যে Tense-এর ব্যবহার করা হয় তাই Present continuous tense.Structure (গঠন): Subject+am/is/are + present participle + objectঅর্থাৎ subject-এর পর subject অনুযায়ী am, is, are বসবে। তারপর মূল verb এবং তার সাথে ing যুক্ত করতে হবে। এই verb এর পর object বা extension বসতে পারে ।Note (লক্ষণীয়): Subject 1st person singular-4 ‘am’ 4 3rd person singular-4 ‘is’ সকলক্ষেত্রে ‘are’ বসে।Uses (ব্যবহার):(i) এ মুহূর্তে ঘটছে এমন সাময়িক কাজের ক্ষেত্রে। যেমন-He is reading a newspaper. Why are you sitting at my desk?(ii) এখন আমাদের চারদিকে যা ঘটছে/ পরিবর্তন হচ্ছে এমনি ক্ষেত্রে আমরা Present continuous tense ব্যবহার করি ।The population of the world is rising very fast. (not ‘rise’)(iii) যে কাজ কিছুক্ষণ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এক্ষেত্রে Present continuous tense ব্যবহৃত হয়।যেমন- They are flying over the desert when one of the engines fails.(iv) It can be used with ‘always’. (এটা ‘always’- এর সঙ্গে ব্যবহৃত হতে পারে)যেমন – He is always losing his keys.Comparison Between Present Simple & Present Continuous:Present simple (I do):He lives in Dhaka, doesn’t he? No, thanks, I don’t drink. The Tajmahal stands on the Jamuna. Solaiman works for a foreign company.Present continuous (I am doing):My father’s living with me just now. vins Look! Deepa’s swimming. Why is that boy standing there? Jinat’s working in Iran at this moment.I always do and I am always doing : আমরা সাধারণত বলে থাকি — I always do something (= I do it every time). I always go to work by car. (not I am always going)আমরা বলতে পারি—I am always doing something, but this has a different meaning. I am always losing things.এর অর্থ এই নয় যে, আমি প্রতিবারই জিনিস হারাই। এর অর্থ জিনিস হারাই too often বা more often than normal (স্বাভাবিকের চেয়ে বেশি)।Note: If a sentence has “has/have/had’ as an auxiliary verb, then the main verb of that sentence will be in the past participle form. (কোন sentence- এ যদি has, have, had– auxiliary verb হিসেবে থাকে তবে সেই sentence-এর মূল verb-এর participle হয়।) যেমন-They have written a notice. She has seen him recently.(vii) since + a point of time, since + clause অথবা ‘since’ as adverb সম্বলিত sentence- এ Present perfect tense ব্যবহৃত হতে পারে। যেমন—I have not seen him since November. point of timeHas he written since he left home? clauseWe have not heard him since. Adverb(viii) নিচের sentence-গুলোর দিকে লক্ষ কর। এগুলোর ক্ষেত্রে দ্বিতীয় Clause-টির Present perfect tense হয়।This is the best cake I have ever eaten. This is the worst book I have ever read. This is the easiest work I have ever had. It is the only book he has written. It is only the second time he has written. This is the first time I have seen it.(ix) আমরা কোন কাজ কখনই করি নি বা আমরা বা অন্য কেউ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখনও কোন কাজ করেনি এরূপ বোঝাতে Verb-এর Present perfect tense ব্যবহার করা হয়ে থাকে । যেমন-– We’ve never taken wine. – They’ve never smoked. – Laila has not seen me since I was born. – Bulbul has not written to me since March 20, 2001. – We have not seen the moon for about ten days.Present Perfect Continuous TenseDefinition (সংজ্ঞা): যে tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝায় তাকে Present perfect continuous tense বলে।Structure (গঠন): Subject + have/has been + present participle + objectঅর্থাৎ subject এর পরে subject অনুযায়ী have been অথবা has been বসবে এবং verb-এর সাথে ing যুক্ত হবে। এরপর object বসবে। তারপর since + point of time অথবা for + period of time বসবে। যেমন-I have been waiting here for two hours. They have been working in the field for five hours. It has been raining since morning.