Look at the moon. He presided over the meeting.
She went through the book.
Look up the word in the dictionary.উপরের প্রতিটি verb-ই একটি করে preposition গ্রহণ করেছে এবং সম্মিলিতভাবে বিশেষ অর্থ প্রকাশ করেছে এবং বাক্যে transitive verb-এর ন্যায় ব্যবহৃত হয়েছে। অতএব, ব্যবহৃত verb-গুলো Prepositional / Group verb
Causative verb
কোন verb-এর subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় তখন সেই verb-কে Causative verb বলা হয়। যেমন—He feeds the baby. She walks her child. Will you show me the picture?উদাহরণগুলোতে subject সরাসরি কোনো কাজ করে নি এবং অন্যের প্রেরণায় feed, walk, show ইত্যাদি verb দ্বারা সে কাজটি সম্পন্ন হয়েছে। অতএব, feed, walk, show হচ্ছে Causative verb | বেশ কিছু verb-এর স্বতন্ত্র Causative form রয়েছে, যা নিম্নরূপ—Verb — Causative formSee (দেখা) – Show (দেখানো)
Eat (খাওয়া) – Feed (খাওয়ানো)
Know ( জানা) – Inform (জানানো)
Rise (উঠা) – Raise (তোলা)
Sit (বসা) – Set (স্থাপন করা)
Learn (শিক্ষা করা) – Teach (শিক্ষা দেওয়া)
Lie (পড়ে থাকা) – Lay (স্থাপন করা )
Fall (পতিত করা) – Fell (কেটে ফেলা)
Remember (স্মরণ করা) – Remind (মনে করিয়ে দেওয়া)Walk, boil ইত্যাদি verb-এর কোনো আলাদা Causative form নেই বিধায় মূল form-ই Causative হিসেবে ব্যবহৃত হয়। যেমন—The child can walk. (Intransitive verb)Mother walks the child. (Causative verb)যেসব verb-এর আলাদা causative form নেই বা যেসব verb সচরাচর causative হিসেবে ব্যবহৃত হয় না, সেসব verb-এর base form-এর পূর্বে cause, get, have, make ইত্যাদি ব্যবহার করে causative অর্থ প্রকাশ করা হয়। যেমন—He can have the sum done. He made him do the work.
Cognate verb
যেসব verb সমজাতীয় Noun কে object হিসেবে গ্রহণ করে সেগুলোকে Cognate verb বলে এবং যে object গ্রহণ করে তাকে cognate object (সমধাতুজ কর্ম) বলে। যেমন—He slept a sound sleep. (sleep থেকে slept)
She dreamt a good dream. (dream থেকে dreamt)
He has fought a good fight. (fight থেকে fought)
Rupom laughed a hearty laugh. (laugh থেকে laughed)Transitive verbs used intransitively: উদাহরণগুলো লক্ষ কর—Transitive use – – Intransitive useI play football. — I play in the field.
She reads a book. — She reads attentively.*উপরের বাক্যগুলোর play ও read verb-দুটো transitive ও intransitive উভয়রূপে ব্যবহার করা হয়েছে।Intransitive verbs used transitively:Intransitive use — Transitive useHe speaks slowly — He speaks the truth.
The window opened — He opened the window.উপরের উদাহরণে ‘speak ও open’ verb দুটো intransitive হলেও object গ্রহণ করে transitive হয়েছে।
Quasi passive verb
যে verb বাহ্যিক গঠন অনুসারে active হলেও মূলত passive-এর কাজ করে তাকে Quasi passive verb বলা হয়। যেমন- Rice sells cheap. Honey tastes sweet.
Factitive verb
যেসব transitive verb বাক্যে object থাকা সত্ত্বেও অতিরিক্ত word ব্যতীত বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না সেসব verb-কে
Factitive verb বলে। নিচের example লক্ষ কর-She calls me. – She calls me a fool.
We made him. – We made him a caretaker.
They chose me. – They chose me as captain.প্রদত্ত table-এর বাম কলামে ব্যবহৃত transitive verb-গুলো (call, made, chose) দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। অপরদিকে ডান কলামে প্রদত্ত verb-গুলোর সঙ্গে অতিরিক্ত word যোগ করার ফলে তা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। Transitive verb- গুলোর এরূপ অসঙ্গতিকে Transitive verb of incomplete predication বলে এবং উক্ত অসঙ্গতিপূর্ণ verb-গুলোকে Factitive
verb বলে। আর, অতিরিক্ত word-গুলোকে বলে factitive object.Strong/ Irregular verbযেসব verb-এর past এবং past participle form নির্দিষ্ট নিয়মে না হয়ে বিভিন্নভাবে verb-এর অভ্যন্তরস্থ vowel পরিবর্তন হয়ে থাকে
সেগুলোকে Strong বা Irregular verb বলে। যেমন—abide → abode → abode
wear → wore → worn
lie → lay→ lain
spring → sprang → sprung
do→ did → done eat → ate → eatenWeak/Regular verbযেসব verb-এর সঙ্গে -ed, d, বা -t যোগ করে past এবং past participle করা হয় অর্থাৎ সাধারণ নিয়মে (in a regular way) হয় এবং ভিতরের Vowel পরিবর্তন করতে হয় না সেসব verb-কে Weak/Regular verb বলে। যেমন-add → added → added
nod → nodded → nodded
dream→ dreamed → dreamt
lay→ laid → laid
care → cared → cared
dreamed → dreamt