Past Perfect Continuous Tense Definitions & Examples.Definition (সংজ্ঞা) : অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে Verb-এর Past perfect continuous tense হয়।Structure (গঠন): Sub + had been + present participleUses (ব্যবহার): Present perfect tense-এর সাথে Present perfect continuous-এর যে সম্পর্ক বিদ্যমান, Past perfect continuous এবং Past perfect tense-এর মধ্যেও অনুরূপ সম্পর্ক রয়েছে ।(i) অতীতকালে কোন কিছু বলার পূর্বে আরম্ভ হয়ে বলার সময় পর্যন্ত চলছিল কিংবা বলার সামান্য পূর্বে সমাপ্ত হয়েছিল বোঝাতে আমরা Past perfect continuous ব্যবহার করি। যেমন—It was now five and I became tired because I had worked since dawn = It was now five and I became tired because I had been working since dawn.(ii) একটি মাত্র কাজ প্রকাশের ক্ষেত্রে Past perfect tense এবং Past perfect continuous-এর মধ্যে পার্থক্য আছে।By five o’clock I had repaired the engine (This job had been completed). I had been repairing the engine-এখানে বলার পূর্ব পর্যন্ত সময় সে কিভাবে কাটিয়েছে বলা হয়েছে। কাজটি শেষ হয়েছে বলা হয়নি ।নিচের Sentence দুটি লক্ষ্য কর :He had been painting the door (The paint was probably wet).
He had painted the door (perhaps recently, perhaps sometime ago).