Past Indefinite Tense Definitions & Examples

Past Indefinite Tense or Simple Past TenseDefinition (সংজ্ঞা): অতীতকালে কোন কাজ ঘটেছিল বা অতীতের কোন অভ্যাস বোঝাতে Past Indefinite tense বা Simple past tense হয়। আমরা এভাবেও বলতে পারি—যেসব Verb-এর কাজ অতীতে নিষ্পন্ন হয়েছিল, যার ফল এখন আর বর্তমান নেই, সেসব Verb-এর Past simple Past indefinite tenseStructure (গঠন): Subject + Verb -এর past formUses (ব্যবহার): (1) অতীতে নির্দিষ্ট সময়ে কোন ঘটনা ঘটলে Past Indefinite tense হয়।তাই এটি ব্যবহৃত হয়: (a) অতীতের কোন কাজের জন্য যখন সময় উল্লেখ থাকে। -He met me yesterday. -Nazrul Islam died in 1976.(b) যখন সময় সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়। -When did you meet Reza?(c) কোন কাজ নির্দিষ্ট সময়ে ঘটলেও তার উল্লেখ নেই।-The train was 15 minutes late. (ট্রেনটি পৌঁছানোর নির্দিষ্ট সময় উল্লেখ নেই ) -How did you get your present job? -I bought this tape in London.(ii) অতীতকালের কোন নিয়মিত অভ্যাস বোঝাতে এ tense ব্যবহৃত হয়। যেমন— -I always walked by the riverside. -Jahanara studied hard in student life. -Kazal attended his class regularly.Note আবার নিয়মিত অভ্যাস বোঝালে Verb-এর Present form-এর পূর্বে would বা used to ও ব্যবহার করা হয়। যেমন—-I used to walk early in the morning. -He used to smoke cigarettes. -Shafiq would (or used to) bathe in the river.(iii) Since- এর পরবর্তী Clause এ Verb-এর Present indefinite Present perfect tense হলেও পরবর্তী Clause -এ Verb এর Past indefinite হয়। যেমন—-Many years have passed since his father died.(iv) বর্তমানে অসম্ভব এমন Conditional (শর্তবাচক) sentence-এ Simple past ব্যবহৃত হতে পারে। (এক্ষেত্রে, ‘if-clause’ এবং main clause-এর verb past tense-এ হয়ে থাকে।)• If I knew his number, I would phone him. • If I were rich, I would help him. • If I were you, I would make a garden in front of the house.Comparison Between Present Perfect & Past Simple :যে সময় অতীত হয়ে গেছে (finished) যেমন – yesterday, two years ago, in 1979, when I was a student এরূপ সময়ের কাজ নিয়ে যখন আমরা কথা বলব তখন তা অবশ্যই Simple past tense হবে, কখনই Present perfect tense-রূপে ব্যবহৃত হবে না ।Examples:Jerin lost the pen on the way yesterday. I played hide and seek when I was a child.Note কোন কিছু ঘটে গেছে এরূপ জিজ্ঞাসা বা প্রশ্ন করার জন্য Simple past tense-এর ব্যবহার হয়ে থাকে ।Examples:What time did he eat the mangoes? (has he eaten হবে না) When were you born? (have you been born হবে না)তুলনা: Jenus has lost her bag. (সময়ের উল্লেখ নেই এবং তার ব্যাগ হারিয়ে যাওয়াটা এখনও বর্তমান সময়ের মধ্যে)Jenus lost her bag yesterday. (এখানে সরাসরি Yesterday-এর উল্লেখ থাকায় তা Simple past tense হয়েছে।)(ii) নিচের বাক্যগুলো তুলনা কর :Present Perfect [I have done]Present → today unfinished timeI have eaten two bananas today.today দ্বারা এমন একটি সময়কে বোঝায় যা প্রকৃতপক্ষে বর্তমান । সুতরাং today- এর ব্যাবহার থাকলে verb হবে Present perfect tense.Rony has passed the HSC examination this year. Have you taken your breakfast this morning? Have you seen Mr. Zaman recently? Samad has lived in New York for ten years. [He lives in London till now]Simple Past [I did]Past→ Yesterday finished timeHe ate two bananas yesterday.Yesterday হচ্ছে একটি অতীত বা finished time এ কারণে, আমরা এখানে Simple past ব্যবহার করতে পারি ।Shifat was not ill last year. Did you see Asif last week? I did not play cricket when I was on holiday.অতীতের ঘটনাকেই Simple past নির্দেশ করে।