Past Continuous TenseDefinition (সংজ্ঞা): কোন কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বুঝাতে verb-এর Past continuous tense হয়।Structure (গঠন): Sub + was / were + present participleবি. দ্র. We, you, they ও plural subject এর পরে were বসে। আর বাকি সবক্ষেত্রে was বসে।Uses (ব্যবহার): অতীতে কোন কাজ কিছু সময় যাবৎ চলছিল কিন্তু কত সময় যাবৎ চলছিল তার কোন মাত্রা নেই এবং তার কোন প্রয়োজন নেই এমন ক্ষেত্রে Past continuous tense ব্যবহৃত হয় ।(i) সময় প্রকাশ ব্যতীত ক্রমোন্নতি বোঝাতে এ tense ব্যবহৃত হয়। যেমন—
It was getting darker. The wind was rising.(ii) কোন কাজ নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়েছিল এমন বোঝালে আমরা বুঝব তা ঐ নির্দিষ্ট সময়ের পূর্বেই শুরু হয়েছিল এবং সম্ভবত তারপরেও চলছিল এরূপ বোঝাতে Past continuous tense ব্যবহৃত হয়।At seven he was having breakfast.-এর অর্থ হচ্ছে সে সাতটায় সকালের নাস্তারত অবস্থায় ছিল অর্থাৎ সে সাতটার পূর্বে খাওয়া শুরু করেছিল।He had breakfast at seven.-এর অর্থ হচ্ছে সে সাতটায় খাওয়া শুরু করেছিল।(iii) Indirect speech-এ Present continuous tense- এর past equivalent tense ব্যবহৃত হয়। যেমন—Direct speech : He said, “I am writing a letter.”
Indirect speech: He said he was writing a letter.(iv) একটা ঘটনা আর একটা ঘটনার মাঝে সংঘটিত হওয়া বোঝাতে আমরা প্রায়ই Past simple এবং Past continuous একসঙ্গে ব্যবহার করি। যেমন-She burnt her hand when she was cooking the dinner. (এখানে একটা ঘটনার মধ্যে অন্য একটি ঘটনা ঘটেছে।)While I was walking along the road, I saw Hashem.Comparison (তুলনা) :When Mizan arrived, we were having dinner. (= We had already started dinner before Mizan arrived.)When Mizan arrived, we had dinner. (= First Mizan arrived and then we had dinner.)Comparison Between Past Continuous & Past Simple :Past continuous (in the middle of an action)I was walking home when I met Biplob. (= in the middle of walking home.)
Misti was watching TV when the phone rang.Past simple (complete action)I walked home after the party last night. (= all the way completely)
Misti watched TV a lot when she was ill last year.কিছু কিছু verb আছে (যেমন— know, want, believe) যেগুলো continuous form-এ ব্যবহৃত হয় না।They were good friends. They know each other. (not they were knowing’)
I was enjoying the party but Reza wanted to go home. (not ‘was wanting’)