Important Prepositions And Their Uses | Prepositions এর ব্যাবহার

Important Prepositions and Their Uses। Prepositions এর ব্যাবহার। Preposition meaning a word used to link nouns and pronouns or phrases to other words within a sentence.

1. Preposition “About” Uses (About এর ব্যবহার)

(1) কোন ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে/ বিষয়ে বোঝাতেTell me all about this. There is something strange about him.(ii) কোন কিছুর উদ্দেশ্য বর্ণনা করতেMovies are all about making money these days. What was all about that?(iii) একটি স্থানের অনেক দিক বোঝাতে কিংবা এখানে সেখানে বোঝাতেWe wandered about the town for an hour or so. He looked about the room.(iv) কাছাকাছি (approximate) সময় বোঝাতে Mother gets up at about 5 a.m.(v) কোনো কাজে নামা বা প্রবৃত্ত হওয়া বোঝাতে অথবা অভ্যস্ত থাকা I go about reading late into the night.

2. Preposition “Above” Uses (Above এর ব্যবহার)

(i) কোন ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থানে কিংবা অবস্থানের নির্দেশ করতে The water came above our knees. We were flying above the clouds.(ii) কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা মূল্য, ওজন, তাপমাত্রা কিংবা বয়সের তুলনায় বেশি বোঝাতেInflation is above 6%. Temperatures have been above average.(iii) কোন ব্যক্তি বা বস্তুর তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ কিংবা মানসম্পন্ন বোঝাতে I rate her above most other players of her age. Man is true above all.(iv) প্রকৃত অবস্থার বিপরীতে অন্যরূপ চিন্তার উর্ধ্বে বোঝাতে He cannot tell a lie because his honesty is above suspicion.

3. Preposition “Across” Uses (Across এর ব্যবহার)

(i) কোন কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে He walked across the field. I drew a line across the page.(ii) কোন কিছুর অপর প্রান্ত বোঝাতে There is a bank right across the street. You will have it across the river.(iii) দেহের অঙ্গের ওপর বোঝাতে He hit him across the face. It’s too tight across the back.(iv) কোন স্থানের প্রতিটি বিভাগ, দলবদ্ধ লোক ইত্যাদি বোঝাতেHis family is scattered across the country. This view is common across all sections of the community.

4. Preposition “After” Uses (After এর ব্যবহার)

(i) কোন কিছুর তুলনায় পরে বোঝাতেWe shall leave after lunch. They arrived shortly after 5. After an hour I went home.(ii) ক্রমান্বয়ে কোন কিছু বোঝাতে Day after day she began to become mad. I have told you time after time not to do that.(iii) কারোর পশ্চাতে বোঝাতে Shut the door after you. He ran after her with the book.(iv) তাৎপর্যের দিক দিয়ে কিংবা ক্রমান্বিক ধারায় কোন কিছুর পরে বোঝাতে Your name comes after mine in the list. He is the tallest, after Richard.(v) কোন কিছুর বিপরীত অবস্থা বোঝাতে It was extremely cool in the house after the sticky heat outside. It was terribly hot after the bitter cold outside.(vi) কোন ঘটনার ফলস্বরূপ I shall never forgive him after what he said. They will help you after what you did.(vii) কোন ব্যক্তি বা বস্তুর দ্বারা বা ভিত্তি করে বোঝাতে This is a painting after Joynul Abedin. We named the baby ‘Ena’ after her grandmother.(viii) কোন কিছুর অন্বেষণে বোঝাতে বিশেষ phrasal verb-এর সাথে Some politicians always run after money.

5. Preposition “Against” Uses (Against এর ব্যবহার)

(1) কোন ব্যক্তি বা বস্তুর সাথে অসম্মতি বা বিরুদ্ধ প্রকাশ করতে It is high time we stood against corruption unitedly. This is the fight against terrorism. We were rowing against the current.(ii) কোন ব্যক্তি বা বস্তুর অনুকূলে না থাকা অর্থে The evidence is against him. Her age is against her.(iii) কোন ব্যক্তি বা বস্তুর সংস্পর্শে বা পাশাপাশি রাখা অর্থে Put the piano there, against the wall. The rain beat against the windows.(iv) ঘটিত হওয়া থেকে কোন কিছু প্রতিরোধ করা কিংবা কোন কিছুর মাধ্যমে ঘটিত হানি কমাতে They took precautions against fire. Are we insured against theft?(v) দুটি বিষয় তুলনা করতে You must weigh the benefits against the cost. Check your receipts against the statement.

6. Preposition “Along” Uses (Along এর ব্যবহার)

(i) এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কিংবা কোন কিছুর অন্য প্রান্তের অভিমুখ বোঝাতে She walked along this road. You will find his office just along the corridor.

7. Preposition “Amid/ Amidst” Uses (Amid/Amidst এর ব্যবহার)

(i) কোন কিছু বিশেষত হর্ষ বা বিষাদের মধ্যে রোঝাতে He finished his speech amidst tremendous applause. The firm collapsed amidst allegations of fraud.(ii) চারদিক বেষ্টিত কোন জায়গার মধ্যস্থলে অবস্থান বোঝাতে My house is amidst a large flower garden.

8. Preposition “Among/ Amongst” Uses (Among/Amongst এর ব্যবহার)

(i) ব্যক্তি বা বস্তুকে পরিবেষ্টিত কিংবা ব্যক্তি বা বস্তুর মাঝামাঝি বোঝাতে They strolled among the crowds. I found the letter among his papers.(ii) দলবদ্ধ মানুষের মধ্যে ঘটা কিংবা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া অর্থে A British woman was among the survivors. He was among the last to leave.(iii) বিভাজন কিংবা বাছাই করার ক্ষেত্রে The prizes have been distributed among the winners. They divided the money up among the children.

9. Preposition “Around/ Round” Uses (Around/Round এর ব্যবহার)

(i) চারদিকে বোঝাতে Reading good books helps us understand the world around us better. One day the sailor was watching the water snakes swimming round the ship.(ii) কোন কিছুর অপর প্রান্তে বোঝাতে Our house is round the next village. There she is coming around the corner.(iii) কোন ব্যক্তি বা বস্তুর সব দিক বোঝাতে She put her arms round him. He had a scarf around his neck.

10. Preposition “At” Uses (At এর ব্যবহার)

(i) অপেক্ষাকৃত ছোট স্থান বোঝাতে I met him at the hospital. How many people were at the airport? I live at my village.(ii) ব্যক্তির কর্মস্থল, পাঠস্থল বা প্রার্থনাস্থল নির্দেশ করতে He has been at the bank more than anyone else. He was at the Ford. We shouldn’t discuss worldly affairs at the mosque.(iii) কোন কিছু সংঘটনের সময় অর্থাৎ নির্দিষ্ট সময় (Exact Point of time) বোঝাতেOur office started at 8 a.m. At that time I was still a student. We shall go to a picnic at the end of the month. What do you do at the weekend?(iv) যে বয়সে কোন কিছু করা হয় (age at a point in time) সে বয়স বোঝাতে Both of my parents left school at 16. I went to school at the age of 5.(v) কোন ব্যক্তি বা বস্তুর দিকে, অভিমুখে, লক্ষে বা উদ্দেশ্যে ইত্যাদি বোঝাতে The dacoit pointed a gun at me. She looks at the water hyacinths. The boys threw stones at the frogs.(vi) কোন কিছু থেকে দূরত্ব বোঝাতে Who can read a book at fifty metres?(vii) যে অবস্থার মধ্যে কোন ব্যক্তি বা বস্তু আছে তা বোঝাতে অর্থাৎ ব্যক্তি যা করছে কিংবা যা ঘটছে তা বোঝাতে Iraq is now at war. I see, you are at lunch. I’ll see you at breakfast.(viii) গতি, বেগ বা দ্রুতি, হার, মূল্য ইত্যাদি বোঝাতে He is driving at 90 km/h. The noise disturbs me at five-minute intervals. Polybags do not decompose at any rate. Rice sells at 35 taka a Kilo.(ix) ব্যক্তি বিশেষের সাধ্যমত ভালো বা খারাপ ইত্যাদি হওয়া বোঝাতে This was Noman at his best. The garden at its most beautiful appearance when flowers bloom.(x) কোন বিশেষ কাজে কতটা দক্ষ বা অদক্ষ অর্থাৎ মান (Standard) প্রকাশে adjective-এর সাথে. He is good at English. He is hopeless at managing people.(xi) কোন ফলাফল, প্রতিক্রিয়া বা কারণ নির্দেশ করতে adjective-এর সাথে They were impatient at the delay. She was shocked at his father’s death. We wonder at the motifs and designs.(xii) সাড়া (response) দেওয়া অর্থে They attended the dinner at the chairman’s invitation.(xiii) মোবাইলে যোগাযোগ করা বা মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে You can reach me at 01815 xxx xxx.(xiv) ভ্রমণকালে অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে at We had to change our bus at Dhaka. The plane stops at London.(xv) দলগত কার্যক্রম (group activities) বোঝাতে We were at the greeting since evening. We all were dancing at the concert.(xvi) ছুটির দিন প্রকাশ করতে যেসব general word ব্যবহার করা হয় তার পূর্বে What does your family do at Christmas/ Eid? (Not at Christmas Day / Eid Day)