Article সম্বন্ধে পূর্ববর্তী শ্রেণীতে তোমরা অনেক কিছু জেনেছ। এ অধ্যায়ের আলোচনা শুরুর পূর্বে নিচে A, An ও The-এর ব্যবহার সংক্রান্ত কয়েকটি Activity দেয়া হলো। নির্দেশ মতো সেগুলো অনুশীলন করো—A An: Some of these sentences need a/an. Correct the sentences where necessary.1. Jony goes everywhere by bike. He hasn’t got car.
2. We went to very nice restaurant last weekend.
3. My brother works for insurance company in Motijheel.
4. It’s very warm today. Why are you wearing coat?
5. Did you hear noise just now?
6. What’s wrong with you? Have you headache?The: Put in the where necessary.1. I haven’t been to Blockbuster Cinema Hall for years.
2. I lay down on ground and looked up at sky.
3. There was no wind, so sea was very calm.
4. Oh, gate is open, I must have forgotten to shut it.A, An, The: Put a/an or the where necessary.
1. I had sandwich and apple for lunch. Sandwich wasn’t very good, but apple was nice.
2. This morning I bought newspaper and magazine. Newspaper is in my bag, but I can’t remember where I put magazine.Key AnswerA & An: 1. He hasn’t got a car 2. a very nice 3. an insurance 4. a coat 5. a noise 6. a headache
The: 1. the Blockbuster Cinema Hall 2. the ground… the sky 3. the sea 4. the gate
A, An & The: 1. a sandwich, an apple, the sandwich, the apple 2. bought a newspaper and a magazine, the newspaper … the magazine.
Article & Its Classification
Article এমন একটি word বা শব্দ যা কোন noun-এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করার জন্য noun-টির পূর্বে ব্যবহৃত হয়। সাধারণত A, An এবং The-কে Article বা বাংলায় ‘পদাশ্রিত নির্দেশক’ বলা হয়। A, An এবং The-কে determiner-ও বলা হয়।Article-কে দুভাগে ভাগ করা যায়। যথা—1. Indefinite Article2. Definite Article1. Indefinite Article: A এবং An দ্বারা যখন কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশিত হয় তখন তাকে Indefinite Article বলে। যেমন-
I see a bird flying in the sky.
He is an honest man.
উপরের বাক্য দুটিতে a, an হচ্ছে indefinite article.2. Definite Article: The’ দ্বারা যখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশিত হয় তখন তাকে Definite Article বলে।
যেমন-
The man is gentle.
The paper of this book is costly.
উপরের বাক্য দুটিতে The হচ্ছে definite article কারণ, এখানে the দ্বারা নির্দিষ্ট ব্যক্তি ‘man’ ও নির্দিষ্ট বস্তু ‘paper’ নির্দেশিত হয়েছে।Article ব্যবহারের প্রয়োজনীয়তাArticle a, an, the মূলত adjective; কিন্তু adjective এবং article-এর মধ্যে পার্থক্য রয়েছে। Adjective-সমূহের Degree of Comparison রয়েছে, কিন্তু articles-এর Degree of Comparison নেই। Determiner হিসেবে একটি article এর পর একটি noun আসার ইঙ্গিত দিয়ে থাকে ।এছাড়া আমরা যেসব বিষয় বা বস্তু সম্বন্ধে কথা বলি সেগুলো বক্তা ও শ্রোতা উভয়ের কাছে পরিচিত, না কি অপরিচিত, article তা নির্দেশ করে। Article-গুলো noun-এর সাথে ব্যবহৃত হয় কিন্তু সকল noun, article-এর সাথে ব্যবহৃত হয় না। তাই কোন্ noun-এর article প্রয়োজন নেই, এবং প্রয়োজনের সময় কোন article-টি ব্যবহার করতে হবে তা জানা একান্ত প্রয়োজন ।Article ব্যবহার কতটা জরুরিArticle-এর সঠিক ব্যবহার English Grammar-এ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যদিও অধিকাংশ ক্ষেত্রে article-এর ভুল ব্যবহার খুব বেশি সমস্যা তৈরি করে না। এমন কি যদি আমরা কোন একটি sentence বা বাক্যে কোন article ব্যবহার না-ও করি, তাহলেও এটি স্বাভাবিকভাবে বোধগম্য হবে। যেমন—1. Can you lend me book of English Grammar till end of week? (article ছাড়া)
2. Can you lend me a book of English Grammar till the end of the week? (article-সহ)উপরের 1নং sentence-এ কোন article না থাকলেও বাক্যটি স্বাভাবিক অর্থ প্রকাশ করছে। তবে সঠিকভাবে article ব্যবহার করাই অধিকতর শ্রেয়।Use of Articles -এর ব্যবহার সংক্রান্ত আলোচনায় যাওয়ার পূর্বে আমরা পূর্ববর্তী শ্রেণীতে অর্জিত ধারণাগুলো আবার দেখে নেবো যাতে পরবর্তী আলোচনায় ব্যবহৃত Rule-গুলো বুঝতে সুবিধা হয় ।নিচের চার্টটি ভালোভাবে লক্ষ করো :Noun : Countable (গণনাযোগ্য)I eat a banana every day. I like bananas.
এখানে, banana একটি countable noun.Countable noun-এর একবচন (singular) ও বহুবচন (plural) হয়ে থাকে। যেমন- a dog—dogs, a child— some children, the evening –the evenings, this party— these parties, an umbrella — two umbrellas, ইত্যাদি।Countable noun-এর সঙ্গে সংখ্যা ব্যবহার করা যায় (eg. one banana, two bananas) ।Noun: Uncountable (অগণনাযোগ্য)I eat rice every day. I like rice.এখানে, rice একপ্রকার uncountable noun. Uncountable noun-এর একবচন, বহুবচন হয় না। Uncountable noun-এর সাথে সংখ্যা ব্যবহার করা যায় না। (one rice, we rice, etc.)